Home / প্রচ্ছদ / প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেলেন ভুটানের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেলেন ভুটানের প্রধানমন্ত্রী

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত ও জনগণের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

টেলিফোনে লোটে শেরিং ঈদুল আজাহার শুভেচ্ছা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

দু’জনের মধ্যে ১০ মিনিট স্থায়ী এ টেলিফোনে উভয় প্রধানমন্ত্রী দু’দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

গতকাল সোমবার (১২ আগস্ট) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে দলীয় নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, বিচারকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

About Desk

Check Also

১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা

দেশে আকাশে জিল হজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় খুলনায় হজের মাস …

Leave a Reply