Home / জাতীয় / ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএমে

ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএমে

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএমে। কারণ ইভিএমে ভোটগ্রহণ যেমন সহজ, তেমনি ভোটগ্রহণের এক দেড় ঘণ্টার মধ্যেই ফলাফল পাওয়া যায়।

আগের মতো ভোটের ফলাফলের জন্য অপেক্ষার প্রহর গুণতে হবে না। এখন যে বিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলছে এটা তারই পূর্ব প্রস্তুতি।

বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বগুড়া -৬ সংসদীয় আসনের নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ে স্থানীয় প্রশাসন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, বগুড়ায় আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করায় ভোটার উপস্থিতিও বেশি হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নির্বাচনী এলাকার পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বগুড়ার এই নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না। তবে ইভিএমের জন্য টেকনিক্যাল সাপোর্ট হিসেবে সেনা সদস্যরা থাকবেন।

তিনি বলেন ইভিএমে ভোটগ্রহণের ব্যালট নিয়ে দৌড়াদৌড়ি, কাড়াকাড়ি হবে না।

এ সময় তার সঙ্গে ছিলেন ইসি সচিব মোঃ আলমগীর কবীর, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমানসহ স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাগণ।

এর আগে তিনি প্রশাসন ও নির্বাচন কমিশন এবং পুলিশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন।

About Desk

Check Also

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে স্বজনরা সাক্ষাৎ করেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে …

Leave a Reply