Home / বিনোদন / সাহিনার নতুন মিউজিক ভিডিও “লাল সবুজের অহংকার”
কণ্ঠশিল্পী সাহিনা

সাহিনার নতুন মিউজিক ভিডিও “লাল সবুজের অহংকার”

জি সিরিজ থেকে আসছে কণ্ঠশিল্পী সাহিনার “লাল সবুজের অহংকার ” শিরোনামে একটি ওয়েস্টার্ন প্যাটানের দেশের গান।

কণ্ঠশিল্পী সাহিনা

দেশের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং সংগীতের প্রতি ভালবাসার মিশ্রনে একটি হৃদয় ছুঁয়ে যাবার মত গান। গানটি দেশের সকল শ্রেণীর মানুষের জন্য উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।

রুম্মন হায়াত

গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে বিক্রমপুরের মুন্সিগঞ্জের আশেেপাশ মনোরম পরিবেশের। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুম্মন হায়াত।

সাহিনা ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে নিজেকে দেখতে চান।

About Desk

Check Also

আবার বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী

আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রাবন্তী ! শুক্রবার (১৯ এপ্রিল) অর্থাৎ আগামীকালই নাকি চুপিসাড়ে বিয়ে …

Leave a Reply