Home / বিনোদন / টুইটারে সবার শীর্ষে কেটি পেরি

টুইটারে সবার শীর্ষে কেটি পেরি

ঢাকা, ২১ জুন
ডেস্ক : টুইটারে প্রথম ব্যক্তি হিসেবে ১০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক অতিক্রম করলেন জনপ্রিয় গায়িকা কেটি পেরি। এ উপলক্ষে টুইটার এক ভিডিও পোস্টে কেটি পেরির টুইটগুলো দেখায় এবং একটি বার্তা পোস্ট করে। বার্তায় বলা হয়, ‘আমরা ইতিহাসের সাক্ষী হলাম।’


শীর্ষ ফলোয়ারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে কানাডার পপ তারকা জাস্টিন বিবার। তার টুইটার ফলোয়ার সংখ্যা ৯৬.৭ মিলিয়ন। অন্যদিকে বারাক ওবামা আছেন ৩ নম্বরে। তার টুইটার ফলোয়ার সংখ্যা ৯১ মিলিয়ন।

টুইটার কাউন্টার ওয়েবসাইটের তথ্যানুসারে, শীর্ষ ফলোয়ারের তালিকায় থাকা ১০০ জনের মধ্যে বেশিরভাগই কণ্ঠশিল্পী, খেলোয়াড়, গণমাধ্যম কর্মী এবং রাজনীতিবিদ। রাজনীতিবিদদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি ফলোয়ার থাকা সাম্প্রতিক নেতা। তার ফলোয়ার সংখ্যা ৩২.৪ মিলিয়ন।

 

টুইটারে ফলোয়ারের সংখ্যায় শীর্ষে থাকা ৫ অ্যাকাউন্ট হলো:-
১. কেটি পেরি- ১০০ মিলিয়ন ফলোয়ার
২. জাস্টিন বিবার- ৯৬.৭ মিলিয়ন ফলোয়ার
৩. বারাক ওবামা- ৯০.৮ মিলিয়ন ফলোয়ার
৪. টেইলর সুইফট- ৮৫.১ মিলিয়ন ফলোয়ার
৫. রিয়ান্না- ৭৪.১ মিলিয়ন ফলোয়ার

সেরানিউজ২৪/আই.জে

About Desk

Check Also

আবার বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী

আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রাবন্তী ! শুক্রবার (১৯ এপ্রিল) অর্থাৎ আগামীকালই নাকি চুপিসাড়ে বিয়ে …

Leave a Reply